বাংলাদেশ
খুলনায় যুবককে গলা কেটে হত্যা

খুলনায় আল আমিন (২৮) নামে এক যুবককে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন পেশায় একজন মাছের ঘের ব্যবসায়ী ছিলেন।
রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, কালো রঙের একটি পালসার মোটরসাইকেলে থাকা অবস্থায় তাকে গলা কেটে হত্যা করা হয় এবং রাস্তার উপর ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত আল আমিন দিঘির পূর্বপাড় এলাকার বাসিন্দা সাহেদ আলীর ছেলে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ওই সময় নিহতের পরনে ছিল গেঞ্জি এবং গ্যাবাডিনের প্যান্ট।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং কেউ মুখ খুলতে চাচ্ছে না। ইতোমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তদন্ত চলছে।