টোকিওতে ম্যানহোলে পড়ে মৃত্যু ৪ শ্রমিকের - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

টোকিওতে ম্যানহোলে পড়ে মৃত্যু ৪ শ্রমিকের

Published

on

টোকিওতে ম্যানহোলে গ্যাসে মৃত্যু ৪ শ্রমিকের
ছবি : সংগৃহীত

জাপানের টোকিও উপকণ্ঠের গিয়োদা শহরে মর্মান্তিক এক দুর্ঘটনায় ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বিভাগ জানায়, একটি স্যুয়ারেজ পাইপ পরীক্ষা চলাকালে একজন শ্রমিক হঠাৎ ম্যানহোলে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও তিন শ্রমিক নিচে নামেন। কিন্তু ম্যানহোলের ভেতর বিপজ্জনক মাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকার কারণে সবাই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। নিহত শ্রমিকদের বয়স প্রায় ৫০ বছরের কাছাকাছি।

দুর্ঘটনার সময় প্রায় ১০ জন শ্রমিক সাইটে উপস্থিত ছিলেন। তারা পাইপ পরীক্ষা ও প্রয়োজনীয় পরিষ্কারের কাজ করছিলেন। গিয়োদা শহরের একজন কর্মকর্তা জানান, “নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে।”

উল্লেখ্য, গত জানুয়ারিতেও টোকিওর নিকটে একটি রাস্তা ধসে এক ট্রাকচালক নিহত হন। সাম্প্রতিক এই দুর্ঘটনাটি স্থানীয় অবকাঠামো নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

নিহত চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Share

জাপানের টোকিও উপকণ্ঠের গিয়োদা শহরে মর্মান্তিক এক দুর্ঘটনায় ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বিভাগ জানায়, একটি স্যুয়ারেজ পাইপ পরীক্ষা চলাকালে একজন শ্রমিক হঠাৎ ম্যানহোলে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও তিন শ্রমিক নিচে নামেন। কিন্তু ম্যানহোলের ভেতর বিপজ্জনক মাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকার কারণে সবাই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। নিহত শ্রমিকদের বয়স প্রায় ৫০ বছরের কাছাকাছি।

দুর্ঘটনার সময় প্রায় ১০ জন শ্রমিক সাইটে উপস্থিত ছিলেন। তারা পাইপ পরীক্ষা ও প্রয়োজনীয় পরিষ্কারের কাজ করছিলেন। গিয়োদা শহরের একজন কর্মকর্তা জানান, “নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে।”

উল্লেখ্য, গত জানুয়ারিতেও টোকিওর নিকটে একটি রাস্তা ধসে এক ট্রাকচালক নিহত হন। সাম্প্রতিক এই দুর্ঘটনাটি স্থানীয় অবকাঠামো নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

নিহত চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Share