অপরাধ
সাতক্ষীরায় জমি দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

সাতক্ষীরার শ্যামনগরে জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—রামজীবনপুর গ্রামের আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আমিনুল ইসলাম (২৮), এবং কেয়াতলা গ্রামের আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)।
ঘটনার পর পুলিশ চারজনকে আটক করেছে। তারা হলেন—আশরাফুল ইসলাম (২৫), আমানুল্লাহ ইমন (২৩), মারুফ হোসেন (২২) ও আব্দুল্লাহ আল মামুন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রামজীবনপুরের শাহাজান দীর্ঘদিন ধরে কেয়াতলার একটি জমি দখল করে রেখেছিলেন। উচ্চ আদালতের রায় নিজেদের পক্ষে পাওয়ার দাবি করে সোহেল রেজা ফয়েজ ও তার পরিবার জমিটি পুনরুদ্ধারে গেলে সংঘর্ষ বাধে। পরে শাহাজান অস্ত্রধারী বহিরাগতদের নিয়ে জমি পুনর্দখলের চেষ্টা করেন। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং গুলি ছোড়া হয়।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।