আন্তর্জাতিক
ইসরায়েলি সেনাপ্রধানের হুঁশিয়ারি: যুদ্ধ চলবে বন্দী মুক্ত না হওয়া পর্যন্ত

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। তিনি বলেন, “যদি বন্দী মুক্তির বিষয়ে কোনো চুক্তি না হয়, তাহলে যুদ্ধ অব্যাহত থাকবে।” শনিবার (২ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
ইসরায়েলি বাহিনীর তথ্যমতে, বর্তমানে গাজায় ৪৯ জন ইসরায়েলি বন্দী রয়েছেন, যাদের মধ্যে মাত্র ২২ জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে। সেনাপ্রধান জামির জানান, শিগগিরই জানা যাবে চুক্তির সম্ভাবনা আছে কি না, তবে ব্যর্থ হলে গাজায় অভিযান চলতেই থাকবে।
অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, গাজার বেইত হানুন এলাকায় হামাসের কিছু সদস্য আত্মসমর্পণ করেছেন। তিনি এক্স (সাবেক টুইটার)-এ একটি ভিডিও শেয়ার করে বলেন, “তারা সুড়ঙ্গ থেকে ধ্বংসস্তূপপূর্ণ শহরে উঠে এসেছে এবং আত্মসমর্পণ করেছে।” ভিডিওতে দেখা যায়, তিনজন ব্যক্তি হাঁটু গেড়ে বসে হাতে করে আত্মসমর্পণের ভঙ্গি করছেন।
শনিবার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে একাধিক হামলা চালায়, যার মধ্যে ত্রাণকেন্দ্রও রয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।