বিনোদন
ভারতে ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল

ভারতে ৮ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে। তার বিরুদ্ধে ভারতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে। ৩০ জুলাই কলকাতার যাদবপুর এলাকা থেকে শান্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শান্তার কাছ থেকে ভারতের ভোটার আইডি ও আধার কার্ড উদ্ধার হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, শান্তার বিরুদ্ধে নথিপত্র জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি কীভাবে এই সব ভারতীয় প্রমাণপত্র সংগ্রহ করেছেন, তা যাচাই করা হচ্ছে।
জানা গেছে, শান্তা ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন এবং বিভিন্ন জায়গায় ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন। পুলিশ তার ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, অ্যাডমিট কার্ড, বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার করেছে। এ ঘটনায় তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।
অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা শান্তা বাংলাদেশের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন। ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। তামিল চলচ্চিত্র ‘ইয়েরালাভা’-তেও তিনি অভিনয় করেছেন বলে জানা গেছে।