আন্তর্জাতিক
ইসরায়েলকে ভূতুড়ে শহরে পরিণত করার হুঁশিয়ারি খাতামির

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেলআবিবকে ‘ভূতুড়ে শহরে’ পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আহমাদ খাতামি।
শুক্রবার (১ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, “যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি ভাঙে, তাহলে আমাদের জবাব হবে এমন, যা তেলআবিবকে জনশূন্য শহরে পরিণত করবে।”
তিনি বলেন, “ইসরায়েল হচ্ছে ক্যানসারসদৃশ একটি টিউমার। এটা মুছে না ফেললে মুসলিম দেশগুলোর সাথেও সিরিয়ার মতো আচরণ করবে তারা।”
খাতামির অভিযোগ, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় টানা ১২ দিন আক্রমণ চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’-এর অংশ হিসেবে ২২ দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
যদিও ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে খাতামি বলেন, “যদি এটি ভেঙে যায়, আমরা আবার জবাব দেবো। আমরা যুদ্ধ শুরু করিনি, তবে প্রতিরোধের ভাষায় জবাব দিচ্ছি।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ২৫টিরও বেশি দেশে আগ্রাসন চালিয়েছে। সুতরাং ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান আমাদের হৃদয়ে আজও জ্বলন্ত।”
সূত্র: মেহর নিউজ এজেন্সি