গাজায় ত্রাণপ্রার্থীসহ আরও ২৪ জন নিহত - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

গাজায় ত্রাণপ্রার্থীসহ আরও ২৪ জন নিহত

Published

on

গাজায় ত্রাণপ্রার্থীসহ আরও ২৪ জন নিহত
গাজায় হামলা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় শনিবার (২ আগস্ট) দুপুর নাগাদ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন ত্রাণপ্রার্থী বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিনিয়ত বোমাবর্ষণের কারণে আহতদের হাসপাতালে নেওয়া যাচ্ছে না। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না।

এই বর্বরতার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এক সরকারি বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

সরকারি বিবৃতিতে বলা হয়, “গাজায় পরিকল্পিতভাবে মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার ফলে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ অবস্থায় প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রের উচিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”

এছাড়া জানানো হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের কাছে কোনো সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমতি দেওয়া হয়নি।

Share

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় শনিবার (২ আগস্ট) দুপুর নাগাদ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন ত্রাণপ্রার্থী বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিনিয়ত বোমাবর্ষণের কারণে আহতদের হাসপাতালে নেওয়া যাচ্ছে না। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না।

এই বর্বরতার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এক সরকারি বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

সরকারি বিবৃতিতে বলা হয়, “গাজায় পরিকল্পিতভাবে মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার ফলে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ অবস্থায় প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রের উচিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”

এছাড়া জানানো হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের কাছে কোনো সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমতি দেওয়া হয়নি।

Share