বাংলাদেশ
রায়েরবাজার গণকবরে ১১৪ মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে থাকা জুলাই আন্দোলনের শহীদ ১১৪ জনের গণকবর থেকে মরদেহ উত্তোলন করা হবে। শনিবার (২ আগস্ট) সকালে তিনি গণকবর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।
তিনি জানান, মরদেহ শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে এবং শহীদ পরিবারের ইচ্ছা অনুযায়ী তাদের নতুনভাবে দাফনের সুযোগ থাকবে। মরদেহ শনাক্তে প্রয়োজনে পোস্টমর্টেমও করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গণকবর তৈরির পেছনে যেসব ব্যক্তি জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হবে।”
একইদিন মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের গোপন মিটিং দেশব্যাপী আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ যদি ষড়যন্ত্রে জড়িত থাকে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।