অপরাধ
২১ হাজার বেতনের কেরানির ৩০ কোটি টাকার সম্পত্তি!

মাত্র ১৫ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা) বেতন ছিল তার। সেই কেরানিই কিনা গড়ে তুলেছেন ৩০ কোটির বেশি মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি! ভারতের কর্ণাটকে এই চাঞ্চল্যকর ঘটনা সামনে এনেছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।
দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের কোপ্পাল শাখার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থা (Karnataka Rural Infrastructure Development Limited-KRIDL)-তে কেরানি হিসেবে কর্মরত ছিলেন কালাকাপ্পা নিদাগুন্ডি। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ, এবং শুক্রবার তার বাসায় অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার হয় প্রায় ৩৫০ গ্রাম সোনা, দেড় কেজি রুপার গয়না, ২৪টি বাড়ি, ৪০ একর কৃষিজমি, ৪টি প্লট ও একাধিক দামি গাড়ি। এ ছাড়া কর্ণাটকের বিভিন্ন জেলায়ও তার বাড়ি রয়েছে। এসব সম্পত্তি আড়াল করতে কালাকাপ্পা স্ত্রী ও স্ত্রীর ভাইদের নামে সম্পত্তি লিখে রেখেছিলেন।
তদন্ত কর্মকর্তারা জানান, শুধুমাত্র তার হাতে পাওয়া সম্পত্তির বাজারমূল্য ৩০ কোটি রুপিরও বেশি। ধারণা করা হচ্ছে, তার আরও অপ্রকাশিত সম্পত্তি রয়েছে। জিজ্ঞাসাবাদে বিষয়গুলো উদঘাটনের চেষ্টা চলছে।