বাংলাদেশ
সড়কে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভাঙা সড়ক সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ জানিয়েছে একদল যুবক। বুধবার (৩১ জুলাই) বিকেলে বরগুনা-সুবিদখালী-বরিশাল মহাসড়কের সুবিদখালী কলেজ রোড এলাকায় জমে থাকা পানিতে মাছ ছেড়ে এ প্রতিবাদ করেন তারা।
স্থানীয়রা জানান, সুবিদখালী কলেজ রোড থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে মাঝে মাঝে ইট ফেলে সাময়িকভাবে মেরামত করা হলেও ভারী বৃষ্টিপাত ও যানবাহনের কারণে কিছুদিন পরই তা আবার আগের অবস্থায় ফিরে যায়।
প্রতিবাদী যুবক সিয়াম হোসেন ও মোহাম্মদ জাহিদ হাসান বলেন, “দীর্ঘদিন ধরে সড়কের এই অবস্থার কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় বৃষ্টি হলেই পানি জমে যায়, সৃষ্টি হয় ছোটখাটো পুকুর। তাই আমরা আজ সেখানে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছি, যাতে সংশ্লিষ্টরা নজর দেন।”
এমন ব্যতিক্রমী প্রতিবাদ স্থানীয়দের নজর কাড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়।