বাংলাদেশ
অপরাধভিত্তিক সাংবাদিকতায় এক অনন্য নাম ‘অপরাধ বিচিত্রা’

১৯৮৪ সালে এস এম মোরশেদের সম্পাদনায় যাত্রা শুরু করা এই সাপ্তাহিক পত্রিকাটি দেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় অপরাধবিষয়ক ম্যাগাজিন হিসেবে পরিচিত। বর্তমানে এর অনলাইন ভার্সনের প্রশাসনিক দায়িত্বে রয়েছেন নূর হোসেন ইমাম।
প্রতিটি সংখ্যায় ‘অপরাধ বিচিত্রা’ তুলে ধরে খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মাদক, দুর্নীতি, পুলিশি অভিযান, গোয়েন্দা তৎপরতা, আলোচিত রায়সহ নানা বিচারসংক্রান্ত প্রতিবেদন।
পত্রিকাটি শুধু সংবাদ পরিবেশন করেই থেমে থাকেনি— অনেক সময় তাদের অনুসন্ধানী প্রতিবেদন আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধী শনাক্ত ও গ্রেফতারে সহায়তা করেছে বলেও জানা যায়।
গ্রাম ও শহর— দুই পর্যায়ের পাঠকের কাছেই একসময় ‘অপরাধ বিচিত্রা’ ছিল খুব পরিচিত একটি নাম। যদিও বর্তমানে ডিজিটাল মিডিয়ার চাপে মুদ্রিত সংস্করণের প্রভাব কিছুটা কমেছে, তবে এখনো এটি অপরাধ সাংবাদিকতার একটি শক্ত অবস্থান ধরে রেখেছে।