বাংলাদেশ
বরগুনায় ডেঙ্গু রোগীদের পাশে অমনি কেয়ার ডায়াগনস্টিক লিমিটেড

ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবেলায় বরগুনা জেনারেল হাসপাতালের অসচ্ছল রোগীদের জন্য ৬০০ টি ফ্রি আইভি স্যালাইন প্রদান করেছে অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষে বিশিষ্ট সমাজকর্মী সাঈদ রিমন শনিবার দুপুরে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. তাসকিয়া সিদ্দিকীর হাতে এসব স্যালাইন তুলে দেন।
এ সময় বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফুর মোঃ সালেহ, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সাঈদ রিমন বলেন, নিজেদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য ৬০০টি ফ্রি আইভি (IV) স্যালাইন সরবরাহ করেছে। আমরা বিশ্বাস করি, দুর্যোগের সময় একে অপরের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ। অমনিকেয়ার ভবিষ্যতেও জনস্বাস্থ্য সুরক্ষায় এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।
অমনিকেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক ফিদা হোসেন সিয়াম বলেন , ভড়” সুস্বাস্থ্য হোক সবার অধিকার, মানবিকতায় অমনিকেয়ার “, আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যৎতেও অক্ষুন্ন থাকবে ইন শ আল্লাহ। এটি আমাদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির একটি অংশ।
সম্প্রতি ডেঙ্গুর প্রাদুর্ভাবে বরগুনা সদর হাসপাতালে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড এর পক্ষ থেকে ৬০০টি ফ্রি IV স্যালাইন প্রদান করা হয়েছে।
আমাদের এই উদ্যোগটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়েছে। অমনিকেয়ার সবসময় দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকারে বিশ্বাসী এবং ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৬০০ পিস আইভি স্যালাইন বিনামূল্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অমনিকেয়ার এর পক্ষে হস্তান্তর করেন প্রকৌশলী সাঈদ রিমন।
এ সময়ে উক্ত হাসপাতালের তত্ত্ববধায়ক ডা:মো:রেজওয়ানুর রহমানের এর পক্ষে স্যালাইন গ্রহন করেন ডা:তাসকিয়া সিদ্দিকাহ, আরএমও, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল।
উপস্থিত ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড.সোহেল হাফিজ, সাধারন সম্পাদক আবু জাফর সালেহ এবং সহ সভাপতি মো:হাফিজুর রহমান,হাসপাতালের চিকিৎসকবৃন্দ এবং বরগুনার সম্মানিত ব্যক্তিবর্গ।
এই সহায়তা কার্যক্রমে অংশ নিয়ে আমরা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রমাণ করতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও জনস্বার্থে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।