আন্তর্জাতিক
গাজায় ত্রাণ প্রত্যাশীদের ওপর ইসরায়েলি হামলায় ৭৯ নিহত

গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এই মর্মান্তিক ঘটনার তথ্য জানানো হয়।
এ ছাড়া জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পরিচালিত আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় আরও ১৩ জন প্রাণ হারিয়েছেন।
এর আগে শনিবার রাতভর গাজার বিভিন্ন অঞ্চলে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছিল ১১৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধু গত ২৪ ঘণ্টায় অনাহারে মৃত্যু হয়েছে ১৯ জন ফিলিস্তিনির।
জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি এখন ‘নতুন এক বিপজ্জনক পর্যায়ে’ পৌঁছেছে।
এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতিবাদে তিউনিসিয়া, তুরস্ক, ইরাক, মরক্কো, লেবানন ও অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাসহ বহু শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তারা ইসরায়েলের গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে স্লোগান তোলে।
জাতিসংঘের সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৮ হাজার ৮৯৫ জন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার ৯৮০ জন। অন্যদিকে হামাসের ওই দিনের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং জিম্মি করা হয় ২০০-এর বেশি মানুষকে।