শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না - Porikroma News
Connect with us

বাংলাদেশ

শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না

Published

on

শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না
দোয়া মাহফিলে জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান আর চলবে না। দক্ষিণ এশিয়ার নিরাপত্তার অজুহাতে ভারত বরাবরই বাংলাদেশকে উন্নতমানের বিমান কিনতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সোমবারের (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাকে উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ডের অংশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এরকম দুর্ঘটনা ২০১৫, ২০১৮ ও ২০২৪ সালেও ঘটেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে দোয়া মাহফিলে এসব কথা বলেন রাশেদ প্রধান। দোয়া মাহফিলটি মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজন করে জাগপা।

রাশেদ প্রধান আরও বলেন, পুরাতন যুদ্ধবিমান অবিলম্বে বাতিল করে নতুন বিমান সংগ্রহ করতে হবে এবং বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হতাহতের সঠিক তথ্য প্রকাশ ও যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি প্রশ্ন তোলেন, জাতীয় শোকের দিনে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত দেরি কেন হলো?

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, মো: হাসমত উল্লাহ, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ারসহ অনেকে।

Share

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান আর চলবে না। দক্ষিণ এশিয়ার নিরাপত্তার অজুহাতে ভারত বরাবরই বাংলাদেশকে উন্নতমানের বিমান কিনতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সোমবারের (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাকে উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ডের অংশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এরকম দুর্ঘটনা ২০১৫, ২০১৮ ও ২০২৪ সালেও ঘটেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে দোয়া মাহফিলে এসব কথা বলেন রাশেদ প্রধান। দোয়া মাহফিলটি মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজন করে জাগপা।

রাশেদ প্রধান আরও বলেন, পুরাতন যুদ্ধবিমান অবিলম্বে বাতিল করে নতুন বিমান সংগ্রহ করতে হবে এবং বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হতাহতের সঠিক তথ্য প্রকাশ ও যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি প্রশ্ন তোলেন, জাতীয় শোকের দিনে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত দেরি কেন হলো?

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, মো: হাসমত উল্লাহ, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ারসহ অনেকে।

Share