বাংলাদেশ
‘আমার কলিজারে আজরাইলে নিছে’

‘আমার কলিজারে আজরাইলে নিছে’, ‘আমার নাতি নাহিদ তৃতীয় শ্রেণীতে পড়ত। আমার কলিজার টুকরা আর নাই।’— জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এভাবেই আহাজারি করছিলেন মোসলেম উদ্দিন। তিনি বিমান বিধ্বস্তে নিহত শিশু নাহিদ হাসানের নানা।
সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদ হাসান।
দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও ভবনটিতে আগুন ধরে যায়।
তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় আহত ও দগ্ধ প্রায় ৫০ জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ আহতই শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মচারী।
আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি শোক বার্তায় বলেন, এই দুর্ঘটনায় যে প্রাণহানি হয়েছে তা অপূরণীয় ক্ষতি।