উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১

Published

on

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১
বিমান বিধ্বস্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান চলছে। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ নিশ্চিত করেছে, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিস্তারিত আসছে…


Share

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ নিশ্চিত করেছে, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিস্তারিত আসছে…


Share