বাংলাদেশ
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ নিশ্চিত করেছে, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিস্তারিত আসছে…