অপরাধ
বরগুনায় নতুন বউয়ের ভান করে ট্রলিতে ৫ কেজি গাঁজা

বরগুনায় এক অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারের সময় ট্রলি ব্যাগসহ এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গাঁজাগুলো এমনভাবে ব্যাগে রাখা ছিল যে, দূর থেকে দেখলে মনে হবে নতুন বউ বেড়াতে যাচ্ছেন।
রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা সদর উপজেলার ডিকেপি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সজল (৩৩) ও তার স্ত্রী আসমা আক্তার (২৫)। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অভিযানে তাদের কাছ থেকে একটি ট্রলি ব্যাগ, ৫ কেজি গাঁজা, দুইটি মোবাইল ফোন ও একটি ওজন মাপার মিটার উদ্ধার করা হয়। জানা গেছে, তারা শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে গাঁজা ব্যবসা চালিয়ে আসছিলেন।
ডিবি পুলিশের ওসি মো. ইকরাম হোসেন জানান, “সজল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”