বাংলাদেশ
মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার ভেতরে শিক্ষক হাফেজ মো. সরিফুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করে স্থানীয় এক ব্যক্তি। হামলার পরপরই উত্তেজিত এলাকাবাসী হামলাকারীকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হাফেজ শরিফুল ইসলাম তালা উপজেলার শাহাপুর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দীনের ছেলে। অপর নিহত ব্যক্তি রাজু গাজী (৩৫), যিনি একই গ্রামের মোস্তফা গাজীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাওয়া-দাওয়া শেষে মাদ্রাসায় যাওয়ার সময় পেছন থেকে গিয়ে রাজু গাজী নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাছ কাঁটার দা দিয়ে শরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। রাজু একজন নেশাগ্রস্ত ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও ইউপি সদস্য সামসুল হুদা পল্টু ঘটনাটি নিশ্চিত করেছেন। তালা থানার ওসি মো. মাইনউদ্দীন জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইটি মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।