রাজনীতি
স্বৈরাচার হটলেও রাষ্ট্র গড়তে পারিনি: হাসনাত

“স্বৈরাচার হটাতে পেরেছি, কিন্তু রাষ্ট্র গঠন করতে পারিনি”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার রাতে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, “চট্টগ্রাম প্রতিরোধের শহর। এই শহর থেকেই আমাদের রাজনীতির সূচনা। আমরা অতীতে স্বৈরাচার হটাতে পেরেছিলাম, কিন্তু একটি শক্ত রাষ্ট্র গড়তে ব্যর্থ হয়েছি।” তিনি আরও বলেন, অতীত প্রজন্ম দেশে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা রেখে গেছে। এ প্রজন্মকে সেগুলোর সমাধান করে নতুন ইতিহাস রচনা করতে হবে।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “সত্য বলার কারণেই আমাদের নেতাদের ওপর হামলা হচ্ছে। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, তাই এর বিরুদ্ধে ষড়যন্ত্র হলে প্রতিরোধ হবে সারা দেশে।”
সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমাদের লড়াই দ্বিতীয় বাংলাদেশ গড়ার লড়াই। যেখানে থাকবে বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতা এবং লুটপাটমুক্ত প্রশাসন।”
সমাবেশ ঘিরে নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় পুলিশের স্পেশাল ইউনিট ও সোয়াট সদস্যরা।