আন্তর্জাতিক
কুয়েত বিমানবন্দরে জর্দাসহ ৪ বাংলাদেশি আটক

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল টি-৪ থেকে বিপুল পরিমাণ জর্দা ও তামাকসহ ৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (২০ জুলাই) কুয়েত কাস্টমস এই তথ্য নিশ্চিত করে।
দুইদিন ধরে চলা অভিযানে প্রথম দিন একজন যাত্রীর কাছ থেকে ৪০ কেজি জর্দা উদ্ধার করা হয়। পরদিন আরও তিন বাংলাদেশিকে আটক করা হয়, যাদের কাছ থেকে ১৫৯ কেজি তামাকজাতীয় দ্রব্য জব্দ করা হয়।
কাস্টমস বিভাগ জানায়, কুয়েতে পান, জর্দা, সুপারি ও তামাকজাতীয় সকল পণ্যের আমদানি, বিক্রি ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পণ্যের মাধ্যমে দেশের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয় বিধায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
সাধারণ ভ্রমণকারীদের এ বিষয়ে সতর্ক থাকার এবং দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।