আন্তর্জাতিক
দুই ভাইয়ের এক বউ, প্রথাগত বিয়ে হিমাচলে

ভারতের হিমাচল প্রদেশে দুই ভাই মিলে এক নারীর সঙ্গে বিয়ে করেছেন—এমন এক অদ্ভুত ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে বর ও কনের দাবি, এটি তাদের সম্প্রদায়ের বহু পুরোনো একটি প্রথারই অংশ।
ঘটনাটি হিমাচলের সিরমৌর জেলার শিলাই গ্রামের। ১২ জুলাই কুনহাট গ্রামের তরুণী সুনীতা চৌহানকে বিয়ে করেন দুই ভাই—প্রদীপ নেগি ও কপিল নেগি। তিন দিনব্যাপী এই বিয়ের উৎসব উদযাপিত হয় ট্রান্স-গিরি এলাকায়। সেখানে পাহাড়ি গান, ঐতিহ্যবাহী খাবার ও উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো।
প্রদীপ একজন সরকারি চাকরিজীবী আর কপিল কাজ করেন বিদেশে। তারা দুজনেই হিমাচলের ‘হাট্টি’ সম্প্রদায়ের সদস্য। এই সম্প্রদায়ের মধ্যে ‘হাট্টি পলিয়ান্দ্রি’ নামক এক প্রথা রয়েছে, যেখানে এক নারীকে দুই ভাই মিলে বিয়ে করার রীতি প্রচলিত।
বরদের ভাষায়, তারা সামাজিক স্বীকৃতির মাধ্যমেই এই বিয়ের আয়োজন করেছেন এবং এতে তারা গর্বিত। এটি পারিবারিক ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার নিদর্শন বলেও তারা মনে করেন।
নববধূ সুনীতা বলেন, “আমি কোনো চাপে পড়ে নয়, নিজ ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছি। এই সম্পর্ককে আমি সম্মান জানাই এবং একসঙ্গে ভালোভাবে জীবন কাটাতে চাই।”
উল্লেখ্য, হাট্টি সম্প্রদায়কে তিন বছর আগে ভারতের তপশিলি জনজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। শুধু বাধানা গ্রামেই গত ছয় বছরে এমন অন্তত পাঁচটি বিয়ের উদাহরণ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।