বাংলাদেশ
গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী আলোচনার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে কোনো ধরনের গণগ্রেপ্তার করা হচ্ছে না, কেবল প্রকৃত অপরাধীদেরই গ্রেপ্তার করা হচ্ছে।
রোববার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, গোপালগঞ্জে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। ইতোমধ্যে কারফিউ তুলে নেওয়া হয়েছে, অচিরেই ১৪৪ ধারাও প্রত্যাহার করা হবে।
তিনি আরও বলেন, “এইবারের হরতালগুলোতে সহিংসতা পূর্বের তুলনায় কম হয়েছে। আমরা সহনশীলতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিতে পেরেছি।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান রয়েছে এবং কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হবে না। গোপালগঞ্জে শিশু গ্রেপ্তারের কোনো তথ্য সরকারের কাছে নেই বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “গণতন্ত্রে সত্য বলাই প্রধান, মিথ্যার আশ্রয় নিয়ে গণতন্ত্র চলে না।”
বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা বর্তমান বাহিনীর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব বলেও জানান উপদেষ্টা।