বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার - Porikroma News
Connect with us

বাংলাদেশ

বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Published

on

বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি | সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা আমিরুল ইসলাম ভোলা (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২০ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

আমিরুল ইসলাম ভোলা আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের বাসিন্দা এবং এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৫ আগস্ট আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা হয়। মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আমিরুল ইসলাম ভোলাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা আমিরুল ইসলাম ভোলা (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২০ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

আমিরুল ইসলাম ভোলা আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের বাসিন্দা এবং এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৫ আগস্ট আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা হয়। মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আমিরুল ইসলাম ভোলাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share