আন্তর্জাতিক
দ. কোরিয়ায় ভারী বৃষ্টিতে মৃত্যু ১৪ জনের

দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণ ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দুর্যোগের কারণে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
আজ রবিবার (২০ জুলাই) ভোরে গিয়ংগি প্রদেশের গ্যাপিয়ং শহরে ভূমিধসে একটি বাড়ি ধসে পড়লে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। গ্যাপিয়ং শহরটি রাজধানী সিউল থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।
দক্ষিণাঞ্চলীয় সানচেং কাউন্টিতে সর্বোচ্চ ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি সপ্তাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। গ্যাপিয়ং শহরে একদিনেই ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
প্রচণ্ড বৃষ্টি ও ভূমিধসে ঘরবাড়ি, যানবাহন ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার জানিয়েছে, দক্ষিণ ও মধ্যাঞ্চলে অন্তত ৮ জন নিখোঁজ রয়েছেন। গোয়াংজু, সানচেংসহ বেশ কয়েকটি এলাকায় বন্যার পানিতে ডুবে গেছে বহু ঘরবাড়ি।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবারের মধ্যে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তবে এরপর থেকে শুরু হতে পারে তীব্র তাপপ্রবাহ।
বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ কোরিয়ায় এমন চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। ২০২২ সালেও অতিবৃষ্টির কারণে দেশটিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছিল।
📌 সূত্র: দ্য গার্ডিয়ান