আন্তর্জাতিক
এক দিনে গাজায় ৯০ হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে অন্তত ৯০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (১৯ জুলাই) এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানায় দখলদার বাহিনী। খবর আলজাজিরার।
মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার আয়তনের গাজা ভূখণ্ডে এমন মাত্রার হামলা যুদ্ধক্ষেত্রের ইতিহাসে বিরল। ইসরায়েল দাবি করছে, তারা গাজার যোদ্ধাদের সামরিক কম্পাউন্ড এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে আঘাত হেনেছে। তবে হামলার নির্দিষ্ট অবস্থান বা প্রমাণ উপস্থাপন করেনি তারা।
সম্প্রতি আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু এবং গাজার একমাত্র ক্যাথলিক গির্জায়ও হামলা চালানো হয়েছে। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলা বাড়ছে, প্রাণহানি অব্যাহত।
এদিকে হামাস জানায়, তারা সব জিম্মি মুক্তির শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েলি সরকার বন্দিদের বিষয়ে আন্তরিক নয়। হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষে, যেখানে যুদ্ধ বন্ধ, বাহিনী প্রত্যাহার এবং মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।