দুর্ঘটনা
টাঙ্গুয়ার হাওরে দুই বোটের সংঘর্ষে ৯ আহত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে দুটি পর্যটকবাহী নৌকার সংঘর্ষে মাঝিসহ ৯ জন আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় পাটলাই নদীর ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকাগামী দোতলা বিশিষ্ট ‘ভ্রমণ তরী’ হাউস বোটটি হাওর ভ্রমণ শেষে ফিরছিল। এ সময় অপর দিক থেকে আসা ছোট বোট ‘সোনিয়া জল পরিবহন’-এর ওপর বেপরোয়াভাবে উঠে যায় বড় বোটটি। এতে মাঝিসহ অন্তত ৯ জন পর্যটক আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, কলেজ প্রভাষক আমিনুল হক, নাবিদ হাসান, সাকিন আহমদ, শামসুন্নাহার, শাসছিয়া, রেজুয়ান মিয়াসহ আরও কয়েকজন। মাঝি কামাল উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, “নামাজরত অবস্থায় নৌকাটি ধাক্কা খেলে দেখি আমার পরিবারের দুজন পানিতে পড়ে গেছে। আমরা পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করি। আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছি। তবে পাঁচটি মোবাইল ও দুটি ক্যামেরা হারিয়ে গেছে।”
এ বিষয়ে তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি জানান, “দুটি বোটই সমিতিভুক্ত নয় এবং দোতলা বোটটি পাটলাই নদীতে চলার উপযোগী নয়।”
ভ্রমণ তরী হাউস বোটের পরিচালক বলেন, “আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি সমাধানে স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে।”
তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, “দুই পক্ষ থানায় উপস্থিত, আলোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”