আন্তর্জাতিক
ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠাতে ইসরায়েলের গোপন পরিকল্পনা!

ইসরায়েল গাজা উপত্যাকা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের পরিকল্পনা করছে। এ উদ্দেশ্যে তেলআবিব এবার যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এ নিয়ে সম্প্রতি মার্কিন সফর করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস একাধিক সূত্রের বরাতে জানায়, বার্নিয়া গাজার ফিলিস্তিনিদের ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়ায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন। তিনি দাবি করেন, এসব মুসলিমপ্রধান দেশ নাকি ব্যাপক সংখ্যায় ফিলিস্তিনি গ্রহণে আগ্রহ দেখিয়েছে। যদিও তাদের চূড়ান্তভাবে রাজি করাতে ইসরায়েল আর্থিক প্রণোদনা দেওয়ার প্রস্তাবও তুলেছে।
এই লক্ষ্যে বার্নিয়া ওয়াশিংটনে বৈঠক করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ উইটকফের সঙ্গে। তবে তিনি কোনো প্রতিশ্রুতি দেননি বলেই জানিয়েছে সূত্র।
এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস, নেতানিয়াহুর দপ্তর কিংবা প্রস্তাবিত তিন দেশ—ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।
বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অঙ্গনে জাতিগত স্থানান্তর ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। চলমান গাজা সংকটের মধ্যে এটি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।