রাজনীতি
জামায়াতের সমাবেশ আন্তর্জাতিক সংবাদে

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো ‘জাতীয় সমাবেশ’ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) বিকেলে লাখো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব পেয়েছে।
বিশ্বখ্যাত সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, দেশের বৃহত্তম ইসলামপন্থী দলটি নির্বাচনের আগে তাদের শক্তি প্রদর্শন করেছে। সমাবেশে জানানো হয়, দলটি নির্বাচনে অংশ নিতে চায় এবং ৩০০ আসনে প্রার্থী দিতে চায়।
প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই সময় জামায়াত নির্বাচন, সংস্কার ও গণআন্দোলনের সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে।
এপি জানায়, সমাবেশে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী আগের রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয়।
জামায়াতের নেতা-কর্মীরা জানিয়েছেন, ইসলামভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। দলটি ইসলামপন্থী অন্যান্য দল নিয়ে জোট গঠনের চেষ্টায় আছে।
এপির মতে, ১৯৭১ সালের স্বাধীনতার পর এই প্রথম দলটিকে ঐতিহাসিক এই মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হলো, যা বর্তমান সরকারের রাজনৈতিক নমনীয়তার ইঙ্গিত হতে পারে।