সজীবের দোষ স্বীকার, রাজীব কারাগারে - Porikroma News
Connect with us

বাংলাদেশ

সজীবের দোষ স্বীকার, রাজীব কারাগারে

Published

on

সজীবের দোষ স্বীকার, রাজীব কারাগারে
ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ। ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যা মামলায় রিমান্ড শেষে আসামি সজীব বেপারী আদালতে নিজের দোষ স্বীকার করে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে তার ভাই রাজীব বেপারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৯ জুলাই) তাদের আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান সজীবের জবানবন্দি রেকর্ডের আবেদন করলে তা মঞ্জুর হয়।

এ মামলায় এ পর্যন্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মাহমুদুল হাসান মহিন, টিটন গাজী, মো. আলমগীর, মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান রবিন, সজীব বেপারী, মো. রাজীব বেপারী, নান্নু কাজী ও রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু। এদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে একদল লোক পাথর দিয়ে মাথায় আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এছাড়া রবিনের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরেকটি মামলাও করা হয়েছে।

Share

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যা মামলায় রিমান্ড শেষে আসামি সজীব বেপারী আদালতে নিজের দোষ স্বীকার করে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে তার ভাই রাজীব বেপারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৯ জুলাই) তাদের আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান সজীবের জবানবন্দি রেকর্ডের আবেদন করলে তা মঞ্জুর হয়।

এ মামলায় এ পর্যন্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মাহমুদুল হাসান মহিন, টিটন গাজী, মো. আলমগীর, মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান রবিন, সজীব বেপারী, মো. রাজীব বেপারী, নান্নু কাজী ও রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু। এদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে একদল লোক পাথর দিয়ে মাথায় আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এছাড়া রবিনের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরেকটি মামলাও করা হয়েছে।

Share