অপরাধ
পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর

চট্টগ্রামের আনোয়ারায় একটি পরিবারের ইয়াবা ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার আনোয়ার মাঝির বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মনোয়ারা বেগম নামের এক নারীকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে। রাত ১১টার দিকে র্যাবের একটি দল অভিযান চালালে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে মনোয়ারা বেগমকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী খাটের নিচ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা স্বীকার করেন, তিনি এবং তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।
আটক মনোয়ারাকে উদ্ধারকৃত ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।