সরকারই এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে: ড. রেদোয়ান - Porikroma News
Connect with us

বাংলাদেশ

সরকারই এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে: ড. রেদোয়ান

Published

on

সরকারই এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে: ড. রেদোয়ান
কুমিল্লার চান্দিনা কর্মী সমাবেশে বক্তব্য দেন ড. রেদোয়ান। ছবি : সংগৃহীত

সরকারই উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
তিনি বলেন, সরকার একটি উদ্দেশ্যপ্রণোদিত পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে বলে দেশ এখনো নির্বাচনের জন্য উপযুক্ত নয়। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে পাহারা দিয়ে কর্মসূচি পালনের সুযোগ সরকার অন্য দলগুলোকে দেয় না। অথচ একটি অনিবন্ধিত দলকে কঠোর নিরাপত্তা দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করা হচ্ছে। এ থেকেই প্রমাণ হয়, সরকারই এনসিপিকে মদদ দিচ্ছে।

দেশের প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “রাজনীতিবিদরাই এদেশ স্বাধীন করেছে। আপনারা আল্লাহ আল্লাহ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধে আসেননি। দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে দিন এবং দ্রুত নির্বাচন দিন।”

সমাবেশে সভাপতিত্ব করেন এতবারপুর ইউনিয়নের এলডিপি সভাপতি জয়নাল আবেদীন মেম্বার। বক্তব্য রাখেন উপজেলা এলডিপি সভাপতি এ কে এম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন সরকারসহ আরও অনেকে।

Share

সরকারই উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
তিনি বলেন, সরকার একটি উদ্দেশ্যপ্রণোদিত পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে বলে দেশ এখনো নির্বাচনের জন্য উপযুক্ত নয়। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে পাহারা দিয়ে কর্মসূচি পালনের সুযোগ সরকার অন্য দলগুলোকে দেয় না। অথচ একটি অনিবন্ধিত দলকে কঠোর নিরাপত্তা দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করা হচ্ছে। এ থেকেই প্রমাণ হয়, সরকারই এনসিপিকে মদদ দিচ্ছে।

দেশের প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “রাজনীতিবিদরাই এদেশ স্বাধীন করেছে। আপনারা আল্লাহ আল্লাহ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধে আসেননি। দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে দিন এবং দ্রুত নির্বাচন দিন।”

সমাবেশে সভাপতিত্ব করেন এতবারপুর ইউনিয়নের এলডিপি সভাপতি জয়নাল আবেদীন মেম্বার। বক্তব্য রাখেন উপজেলা এলডিপি সভাপতি এ কে এম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন সরকারসহ আরও অনেকে।

Share