পুলিশের সামনে চাপাতি হাতে ছিনতাই! - Porikroma News
Connect with us

অপরাধ

পুলিশের সামনে চাপাতি হাতে ছিনতাই!

Published

on

পুলিশের সামনে চাপাতি হাতে ছিনতাই!
ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশের সামনেই চাপাতি হাতে ছিনতাইয়ের এক দৃশ্য ভিডিও হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাত্র ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সাদা শার্ট পরা ভুক্তভোগীকে চাপাতি দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেয় এবং পুলিশের সামনে দিয়েই নির্বিঘ্নে চলে যায়।

এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে রাত ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে। ছিনতাইয়ের ভিডিওটি একজন গাড়ির ভেতর থেকে ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়—ভুক্তভোগী চাপাতির ভয়ে তার ব্যাগ ছুড়ে দেন, আর ছিনতাইকারী তা তুলে নিয়ে পুলিশ সদস্যদের পাশ দিয়ে হেঁটে চলে যায়। ভিডিওতে কেউ বলতে শোনা যায়, “হাতে চাপাতি দেখি, পুলিশ কিছু কয় না।”

ঘটনা প্রসঙ্গে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “আমরা খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ফোর্স পাঠাই। ভিডিওটি একজন সাধারণ নাগরিক করেছেন। ট্রাফিক পুলিশের নজর গাড়ির চাপ সামলাতেই ব্যস্ত ছিল, তাই সময়মতো প্রতিক্রিয়া দেওয়া যায়নি।”

ঘটনার পর ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share

ধানমন্ডি ৩২ নম্বরে জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশের সামনেই চাপাতি হাতে ছিনতাইয়ের এক দৃশ্য ভিডিও হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাত্র ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সাদা শার্ট পরা ভুক্তভোগীকে চাপাতি দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেয় এবং পুলিশের সামনে দিয়েই নির্বিঘ্নে চলে যায়।

এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে রাত ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে। ছিনতাইয়ের ভিডিওটি একজন গাড়ির ভেতর থেকে ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়—ভুক্তভোগী চাপাতির ভয়ে তার ব্যাগ ছুড়ে দেন, আর ছিনতাইকারী তা তুলে নিয়ে পুলিশ সদস্যদের পাশ দিয়ে হেঁটে চলে যায়। ভিডিওতে কেউ বলতে শোনা যায়, “হাতে চাপাতি দেখি, পুলিশ কিছু কয় না।”

ঘটনা প্রসঙ্গে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “আমরা খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ফোর্স পাঠাই। ভিডিওটি একজন সাধারণ নাগরিক করেছেন। ট্রাফিক পুলিশের নজর গাড়ির চাপ সামলাতেই ব্যস্ত ছিল, তাই সময়মতো প্রতিক্রিয়া দেওয়া যায়নি।”

ঘটনার পর ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share