বাংলাদেশ
গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়ানো হলো

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউর সময় ফের বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে নতুন করে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে, ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ওই দিন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির সমাবেশে হামলা চালায়। হামলায় অন্তত পাঁচজন নিহত হন এবং অনেকেই আহত হন। এরপর ১৬ জুলাই রাত ৮টা থেকে প্রথম দফায় কারফিউ জারি করা হয়, যা পরবর্তীতে ধাপে ধাপে বাড়ানো হয়।
দ্বিতীয় দফায় ১৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৮ জুলাই দুপুর ১১টা পর্যন্ত, এরপর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল।
এদিকে কারফিউয়ের মধ্যেও শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা স্বাভাবিক দেখা গেছে। আন্তঃজেলা বাস চলাচলও শুরু হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।