অপরাধ
চট্টগ্রামে অস্ত্র ব্যবসায়ী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র, গুলি, নগদ টাকা ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক অস্ত্র কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. আব্দুল মজিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ। তিনি স্থানীয় মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজিদের বাড়ির পুকুরঘাটের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১টি বিদেশি (তুর্কমিনিস্তান) এলজি, ১টি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত এলজি, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির ছোট-বড় যন্ত্রাংশ এবং অস্ত্র ব্যবসার নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া মজিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ওসি মনির। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।