বাংলা বললেই বাংলাদেশি? তৃণমূলের বিক্ষোভে উত্তাল কলকাতা - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

বাংলা বললেই বাংলাদেশি? তৃণমূলের বিক্ষোভে উত্তাল কলকাতা

Published

on

বাংলা বললেই বাংলাদেশি? তৃণমূলের বিক্ষোভে উত্তাল কলকাতা
বাংলায় কথা বলায় ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গুজরাটে আটক করা হয় প্রায় ৪৫০ জনকে (এপ্রিল, ২০২৫)। ছবি : পিটিআই

ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গ্রেপ্তারের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রতিবাদে রাজপথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বুধবার (১৬ জুলাই) কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল করে দলটি। মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির মধ্যেও হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক রাজপথে অবস্থান নেন। মিছিলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমসহ দলটির শীর্ষ নেতারা।

তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষাভাষীদের শুধু আসাম বা দিল্লিতে নয়, রাজস্থান, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যেও বাংলাদেশি বলে দাগিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। অনেককে সীমান্তে পুশব্যাকও করা হয়েছে।

সমাবেশে মমতা বলেন,

“বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দিচ্ছে! অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে! এটা কি দেশের রাজনীতি? বিজেপি ভাষার ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষ এবার ভোটে জবাব দেবে, বিজেপিকে ‘ডিটেনশন ক্যাম্পে’ পাঠাবে।

২১ জুলাই শহীদ দিবসের আগমুহূর্তে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। ভাষা, পরিচয় ও নাগরিক অধিকার রক্ষায় তৃণমূলের অবস্থান আরও স্পষ্ট হলো বলেও অনেকে মনে করছেন।

Share
Continue Reading
Click to comment

ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গ্রেপ্তারের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রতিবাদে রাজপথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বুধবার (১৬ জুলাই) কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল করে দলটি। মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির মধ্যেও হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক রাজপথে অবস্থান নেন। মিছিলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমসহ দলটির শীর্ষ নেতারা।

তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষাভাষীদের শুধু আসাম বা দিল্লিতে নয়, রাজস্থান, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যেও বাংলাদেশি বলে দাগিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। অনেককে সীমান্তে পুশব্যাকও করা হয়েছে।

সমাবেশে মমতা বলেন,

“বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দিচ্ছে! অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে! এটা কি দেশের রাজনীতি? বিজেপি ভাষার ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষ এবার ভোটে জবাব দেবে, বিজেপিকে ‘ডিটেনশন ক্যাম্পে’ পাঠাবে।

২১ জুলাই শহীদ দিবসের আগমুহূর্তে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। ভাষা, পরিচয় ও নাগরিক অধিকার রক্ষায় তৃণমূলের অবস্থান আরও স্পষ্ট হলো বলেও অনেকে মনে করছেন।

Share