গোপালগঞ্জে ডিসির বাংলোয় হামলা, পুলিশ আহত - Porikroma News
Connect with us

বাংলাদেশ

গোপালগঞ্জে ডিসির বাংলোয় হামলা, পুলিশ আহত

Published

on

গোপালগঞ্জে ডিসির বাংলোয় হামলা, পুলিশ আহত
ডিসির বাংলোর ভেতরে হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি : কালবেলা

গোপালগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) বাংলোয় বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বাংলোর পাশের একটি ভবনে আগুন লাগে।
পুলিশ জানায়, হামলার সময় দায়িত্ব পালনরত সদস্যরা প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে দুইজন কনস্টেবল আহত হয়েছেন বলে জানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা।

এর কিছুক্ষণ আগেই, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে ফের হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

বেলা ২টার দিকে এনসিপির সমাবেশস্থলে প্রথম হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুরের অভিযোগ করেছেন এনসিপির নেতাকর্মীরা।

এর আগে সকালে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ইউএনওর গাড়িবহরে হামলা চালানো হয়, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

বর্তমানে গোপালগঞ্জে সেনাবাহিনী, পুলিশ এবং চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

গোপালগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) বাংলোয় বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বাংলোর পাশের একটি ভবনে আগুন লাগে।
পুলিশ জানায়, হামলার সময় দায়িত্ব পালনরত সদস্যরা প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে দুইজন কনস্টেবল আহত হয়েছেন বলে জানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা।

এর কিছুক্ষণ আগেই, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে ফের হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

বেলা ২টার দিকে এনসিপির সমাবেশস্থলে প্রথম হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুরের অভিযোগ করেছেন এনসিপির নেতাকর্মীরা।

এর আগে সকালে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ইউএনওর গাড়িবহরে হামলা চালানো হয়, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

বর্তমানে গোপালগঞ্জে সেনাবাহিনী, পুলিশ এবং চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share