বাংলাদেশ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর ৮ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে মোট ৮ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
মো. রাসেল হত্যা মামলায় ৫ দিন এবং লিটন উদ্দিন হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এর আগে পুলিশ দুই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে বলেন, জাহাংগীর আলম একজন সাবেক সরকারি কর্মকর্তা, যিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, বর্তমানে অসুস্থ ও বয়স্ক, হাসপাতালে ভর্তি ছিলেন।
শুনানির সময় নিজেই বিচারকের কাছে বক্তব্য দেন জাহাংগীর। তিনি বলেন, “আমার কিছু বলার আছে। অসত্যেরও একটা সীমা আছে। সেটি লঙ্ঘন করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।” তিনি দাবি করেন, যে তার বিরুদ্ধে যে তারিখে অভিযোগ আনা হয়েছে, সেই তারিখে তিনি অফিসেই ছিলেন না।
এছাড়া আদালতে দাবি করেন, তাকে এক বছর আগে ইউনাইটেড হাসপাতাল থেকে গ্রেফতার করা হলেও মামলায় দীর্ঘদিন পর গ্রেফতার দেখানো হয়েছে। সব শুনানি শেষে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একইদিন আদালত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে যাত্রাবাড়ী থানার দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।