ইসলাম
ইমাম সিজদায় থাকলে মুসল্লি কখন নামাজে শরীক হবেন

অনেক সময় দেখা যায়, মসজিদে প্রবেশ করার সময় ইমাম সিজদায় থাকেন। তখন অনেক মুসল্লি দ্বিধায় পড়ে যান—এই অবস্থায় তারা কী করবেন? কেউ দাঁড়িয়ে থাকেন, আবার কেউ সিজদায় ইমামের সঙ্গে শরীক হয়ে যান।
ইসলামী শরিয়তের দৃষ্টিতে ইমামকে সিজদায় পাওয়া গেলে তখনই সিজদায় শরীক হয়ে নামাজে অংশ নেওয়াই সুন্নাহর নির্দেশনা।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের কেউ যখন নামাজে উপস্থিত হবে, তখন ইমামকে যে অবস্থায় পাবে, সেই অবস্থায় ইমামের সঙ্গে শরীক হয়ে যাবে।” (জামে তিরমিজি, হাদিস ৫৯১)
আরেক হাদিসে এসেছে, “তোমরা যখন আমাদেরকে সিজদায় পাবে, তখন তোমরাও সিজদায় শরীক হয়ে যাবে। তবে ওই সিজদাকে রাকাত হিসেবে গণ্য করবে না। বরং যে ব্যক্তি রুকু পাবে, সে-ই রাকাত পেয়েছে।” (সুনানে আবু দাউদ, হাদিস ৮৮৫)
হিশাম ইবনে উরওয়া বলেন, তার পিতা উরওয়া রহ. ইমামকে সিজদায় পেয়ে দাঁড়িয়ে থাকা অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস ২৬২৮)
তাই কেউ মসজিদে এসে ইমামকে সিজদায় পান, তাহলে তাকবির বলে সিজদায় চলে যাওয়াই হবে সুন্নত ও সহিহ পদ্ধতি।