দুর্ঘটনা
লোহাগাড়ায় তথ্য চাইতে গিয়ে সাংবাদিক আটক,

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। জনপ্রিয় দৈনিক যুগান্তরের লোহাগাড়া প্রতিনিধি নাজিম উদ্দিন রানাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
সোমবার ১৪ জুলাই বিকাল ৫টার দিকে উপজেলার ভূমি অফিসে এ ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিক সূত্রে জানা যায়, বিকেলে সরকারি তথ্যের জন্য ভূমি অফিসে গেলে এসিল্যান্ড নাজমুন লায়েল হঠাৎ ক্ষিপ্ত হয়ে সাংবাদিক নাজিম উদ্দিনকে আটক করে থানায় পাঠান।
এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও সংগঠনগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে সাংবাদিক নাজিম উদ্দিন রানার নিঃশর্ত মুক্তির দাবি তুলেছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড নাজমুন লায়েলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।