ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মির্জা ফখরুল - Porikroma News
Connect with us

রাজনীতি

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মির্জা ফখরুল

Published

on

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মির্জা ফখরুল
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: দীপু মালাকার

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘আমাদের লক্ষ্য এখন একটাই — এই ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এর কোনো ব্যতিক্রম হবে না।’

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, লন্ডন বৈঠকের পর দেশে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। ঠিক তখনই কিছু মহল ও চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন পথে নিতে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র নতুন নয়। বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারেরও প্রতিবাদ জানান তিনি। বলেন, ‘আজ অকথ্য ভাষায় তারেক রহমানকে নিয়ে কথা বলা হচ্ছে। তাঁরা ভেবেছিল, এসব বললে বিএনপি ঘরে ঢুকে যাবে। কিন্তু বিএনপি সেই দল, যারা বারবার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপিকে উত্তেজিত করে ফাঁদে ফেলার চেষ্টা চলছে। নেতা-কর্মীদের এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট শাসন বিদায়ের আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।

এ সময় মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দাবিসহ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Share

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘আমাদের লক্ষ্য এখন একটাই — এই ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এর কোনো ব্যতিক্রম হবে না।’

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, লন্ডন বৈঠকের পর দেশে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। ঠিক তখনই কিছু মহল ও চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন পথে নিতে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র নতুন নয়। বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারেরও প্রতিবাদ জানান তিনি। বলেন, ‘আজ অকথ্য ভাষায় তারেক রহমানকে নিয়ে কথা বলা হচ্ছে। তাঁরা ভেবেছিল, এসব বললে বিএনপি ঘরে ঢুকে যাবে। কিন্তু বিএনপি সেই দল, যারা বারবার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপিকে উত্তেজিত করে ফাঁদে ফেলার চেষ্টা চলছে। নেতা-কর্মীদের এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট শাসন বিদায়ের আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।

এ সময় মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দাবিসহ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Share