ত্রাণ নিয়ে গাজার পথে ফ্লোটিলার নতুন জাহাজ ‘হান্দালা’ - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ত্রাণ নিয়ে গাজার পথে ফ্লোটিলার নতুন জাহাজ ‘হান্দালা’

Published

on

ত্রাণ নিয়ে গাজার পথে ফ্লোটিলার নতুন জাহাজ ‘হান্দালা’
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) জাহাজ হান্দালা | ছবি: এএফপি

ইসরায়েলের অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে নতুন জাহাজ ‘হান্দালা’ গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) উদ্যোগে গতকাল রোববার (১৩ জুলাই) ইতালির সিরাকুসা বন্দর থেকে যাত্রা করে এই জাহাজ।

এফএফসি এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, “কয়েক সপ্তাহ আগে ইসরায়েল আমাদের নৌযান ম্যাডলিনকে আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করেছিল। তবু আমরা বৈশ্বিক সংহতির বার্তা নিয়ে অবরোধ ভাঙতে লড়াই চালিয়ে যাচ্ছি।”

ফ্রিডম ফ্লোটিলা জানায়, গাজার শিশুদের জন্য মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সংহতির বার্তা নিয়েই এই যাত্রা। হান্দালা জাহাজে ১৮ জনের মতো অধিকারকর্মী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের বামপন্থী রাজনৈতিক দল ‘লা ফ্রঁস ইনসুমিজ’-এরও দুই সদস্য আছেন এই অভিযানে।

এর আগে গত ৬ জুন ম্যাডলিন নামে একটি নৌযান গাজার উদ্দেশে রওনা দিয়েছিল, যা ৯ জুন ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করে।

এই উদ্যোগের মাধ্যমে আবারও আন্তর্জাতিক মানবিক সংহতির আওয়াজ তুলেছে ফ্রিডম ফ্লোটিলা।


Share

ইসরায়েলের অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে নতুন জাহাজ ‘হান্দালা’ গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) উদ্যোগে গতকাল রোববার (১৩ জুলাই) ইতালির সিরাকুসা বন্দর থেকে যাত্রা করে এই জাহাজ।

এফএফসি এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, “কয়েক সপ্তাহ আগে ইসরায়েল আমাদের নৌযান ম্যাডলিনকে আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করেছিল। তবু আমরা বৈশ্বিক সংহতির বার্তা নিয়ে অবরোধ ভাঙতে লড়াই চালিয়ে যাচ্ছি।”

ফ্রিডম ফ্লোটিলা জানায়, গাজার শিশুদের জন্য মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সংহতির বার্তা নিয়েই এই যাত্রা। হান্দালা জাহাজে ১৮ জনের মতো অধিকারকর্মী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের বামপন্থী রাজনৈতিক দল ‘লা ফ্রঁস ইনসুমিজ’-এরও দুই সদস্য আছেন এই অভিযানে।

এর আগে গত ৬ জুন ম্যাডলিন নামে একটি নৌযান গাজার উদ্দেশে রওনা দিয়েছিল, যা ৯ জুন ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করে।

এই উদ্যোগের মাধ্যমে আবারও আন্তর্জাতিক মানবিক সংহতির আওয়াজ তুলেছে ফ্রিডম ফ্লোটিলা।


Share