ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা

Published

on

ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা
সঞ্জু বারাইকছবি: সঞ্জু বারাইকের ফেসবুক থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের নিচে সঞ্জু বারাইক (২৩) নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ভোরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

জানা যায়, গতকাল রোববার রাত আড়াইটার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন সঞ্জু। সেখানে নিজের ভুলের কথা স্বীকার করে সবাইকে ক্ষমা চেয়ে লেখেন, ‘আমি দিনের পর দিন অন্যায় করেছি… আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি।’

সঞ্জু বারাইক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। থাকতেন জগন্নাথ হলে। বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, ভোরের দিকে রক্তাক্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, সঞ্জু কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। দুই দিন হলে ছিলেন না, আজ ভোর চারটায় হলে আসেন এবং মিনিট দশেক পর ভবনের ছাদে যান।

শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় সঞ্জু ভবনের ছাদ থেকে পড়ে যান। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা — তদন্তের পর জানা যাবে।


Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের নিচে সঞ্জু বারাইক (২৩) নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ভোরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

জানা যায়, গতকাল রোববার রাত আড়াইটার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন সঞ্জু। সেখানে নিজের ভুলের কথা স্বীকার করে সবাইকে ক্ষমা চেয়ে লেখেন, ‘আমি দিনের পর দিন অন্যায় করেছি… আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি।’

সঞ্জু বারাইক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। থাকতেন জগন্নাথ হলে। বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, ভোরের দিকে রক্তাক্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, সঞ্জু কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। দুই দিন হলে ছিলেন না, আজ ভোর চারটায় হলে আসেন এবং মিনিট দশেক পর ভবনের ছাদে যান।

শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় সঞ্জু ভবনের ছাদ থেকে পড়ে যান। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা — তদন্তের পর জানা যাবে।


Share