গাজায় মোট মৃত্যু ৫৮ হাজার ছাড়াল - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

গাজায় মোট মৃত্যু ৫৮ হাজার ছাড়াল

Published

on

গাজায় মোট মৃত্যু ৫৮ হাজার ছাড়াল
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। রবিবার (১৩ জুলাই) গাজা সিটির একটি বাজার ও শরণার্থী ক্যাম্পে হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা জানায়, হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন।

গাজা সিটির বাজারে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ১৭ জন, এরমধ্যে রয়েছেন খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিল। নুসেইরাতে পানি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের ওপর চালানো হামলায় নিহত হয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন ১৭ জন।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, লক্ষ্য ছিল এক যোদ্ধা, তবে ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে হামলা ভ্রষ্ট হয়। এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই সম্ভব হয়নি।

এদিকে অবরোধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে ডেসালিনেশন প্ল্যান্ট, পানি শোধনাগার বন্ধ রয়েছে। হাঁটাহাঁটি করে সীমিত পানি সংগ্রহ করছেন বাসিন্দারা।

ইউনিসেফ জানিয়েছে, গাজায় জুন মাসেই ৫ হাজার ৮০০ শিশু অপুষ্টিতে আক্রান্ত, যার মধ্যে ১ হাজার চরম ঝুঁকিতে। ৭ মাস বয়সী শিশু সালাম অপুষ্টিতে মারা গেছে।

জাতিসংঘের আটটি সংস্থা জানিয়েছে, পর্যাপ্ত জ্বালানি না এলে হাসপাতাল, পানি সরবরাহ ও জরুরি সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

গাজা সরকারের অভিযোগ, মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রেও ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। মে থেকে ৮০৫ জন নিহত, আহত ৫ হাজার ২৫০।

দোহায় যুদ্ধবিরতির আলোচনা স্থবির। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ জানিয়েছে, ইসরায়েল বন্দিদের বিষয়টি পাশ কাটিয়ে আত্মসমর্পণমূলক সমঝোতায় যেতে চায়।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাতান উরিখের বিরুদ্ধে সামরিক গোপন তথ্য ফাঁসের অভিযোগে মামলা হতে পারে বলে জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল।

Share

গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। রবিবার (১৩ জুলাই) গাজা সিটির একটি বাজার ও শরণার্থী ক্যাম্পে হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা জানায়, হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন।

গাজা সিটির বাজারে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ১৭ জন, এরমধ্যে রয়েছেন খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিল। নুসেইরাতে পানি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের ওপর চালানো হামলায় নিহত হয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন ১৭ জন।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, লক্ষ্য ছিল এক যোদ্ধা, তবে ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে হামলা ভ্রষ্ট হয়। এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই সম্ভব হয়নি।

এদিকে অবরোধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে ডেসালিনেশন প্ল্যান্ট, পানি শোধনাগার বন্ধ রয়েছে। হাঁটাহাঁটি করে সীমিত পানি সংগ্রহ করছেন বাসিন্দারা।

ইউনিসেফ জানিয়েছে, গাজায় জুন মাসেই ৫ হাজার ৮০০ শিশু অপুষ্টিতে আক্রান্ত, যার মধ্যে ১ হাজার চরম ঝুঁকিতে। ৭ মাস বয়সী শিশু সালাম অপুষ্টিতে মারা গেছে।

জাতিসংঘের আটটি সংস্থা জানিয়েছে, পর্যাপ্ত জ্বালানি না এলে হাসপাতাল, পানি সরবরাহ ও জরুরি সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

গাজা সরকারের অভিযোগ, মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রেও ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। মে থেকে ৮০৫ জন নিহত, আহত ৫ হাজার ২৫০।

দোহায় যুদ্ধবিরতির আলোচনা স্থবির। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ জানিয়েছে, ইসরায়েল বন্দিদের বিষয়টি পাশ কাটিয়ে আত্মসমর্পণমূলক সমঝোতায় যেতে চায়।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাতান উরিখের বিরুদ্ধে সামরিক গোপন তথ্য ফাঁসের অভিযোগে মামলা হতে পারে বলে জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল।

Share