গাজা ইস্যু আগামী সপ্তাহে গুছিয়ে নেব: ট্রাম্প - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

গাজা ইস্যু আগামী সপ্তাহে গুছিয়ে নেব: ট্রাম্প

Published

on

গাজা ইস্যু আগামী সপ্তাহে গুছিয়ে নেব: ট্রাম্প
ছবি : সংগৃহীত

গাজায় চলমান সংঘাত নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই গাজা সংকটের বিষয়ে অগ্রগতি হবে।

রোববার (১৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘গাজা নিয়ে আমরা আলোচনা করছি এবং আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টি গুছিয়ে নিতে পারব।’

এর আগে চলতি মাসের ৪ তারিখেও তিনি একই ধরনের আশাবাদী মন্তব্য করেছিলেন।

এদিকে আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে তিনদিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। সফরের সময় ট্রাম্পের সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস ও রানী ক্যামিলা তাদের অভ্যর্থনা জানাবেন। উল্লেখ্য, ২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেছিলেন।

গত ফেব্রুয়ারি এই সফরের আমন্ত্রণ পেয়ে ট্রাম্প একে ‘অসাধারণ সম্মান’ বলে উল্লেখ করেন।


Share

গাজায় চলমান সংঘাত নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই গাজা সংকটের বিষয়ে অগ্রগতি হবে।

রোববার (১৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘গাজা নিয়ে আমরা আলোচনা করছি এবং আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টি গুছিয়ে নিতে পারব।’

এর আগে চলতি মাসের ৪ তারিখেও তিনি একই ধরনের আশাবাদী মন্তব্য করেছিলেন।

এদিকে আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে তিনদিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। সফরের সময় ট্রাম্পের সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস ও রানী ক্যামিলা তাদের অভ্যর্থনা জানাবেন। উল্লেখ্য, ২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেছিলেন।

গত ফেব্রুয়ারি এই সফরের আমন্ত্রণ পেয়ে ট্রাম্প একে ‘অসাধারণ সম্মান’ বলে উল্লেখ করেন।


Share