বাংলাদেশ
ভারতে থাকেন, বাংলাদেশ থেকে বেতন তোলেন অধ্যক্ষ দম্পতি

মাদারীপুরের ডাসারে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী প্রভাষক চম্পা রানী মণ্ডলের বিরুদ্ধে বছরের অধিকাংশ সময় ভারতে বসবাস করেও বাংলাদেশে কলেজ থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে বাড়ি কিনে সেখানে দীর্ঘদিন বসবাস করছেন। অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ অভিযোগ অস্বীকার করে জানালেও, তার স্ত্রী বর্তমানে মেডিকেল ছুটিতে ভারতে আছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর এই দম্পতি ভারতে চলে যান। কিছুদিন পর অধ্যক্ষ দেশে ফিরলেও তার স্ত্রী রয়ে যান ভারতে। যাওয়ার আগে চম্পা রানী মণ্ডল চেকে স্বাক্ষর করে রেখে যান, যার মাধ্যমে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করা হয়।
অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে সত্যতা পাওয়ায় গত ১৮ মার্চ উভয়ের এমপিও বাতিল করা হয়। আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ।
এদিকে, কলেজ গভর্নিং বডি ও প্রশাসনের সহযোগিতায় এই দম্পতি দীর্ঘদিন অনিয়ম চালিয়ে আসছেন বলে অভিযোগ করেছেন সহকর্মীরা।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামানও তদন্তের আশ্বাস দিয়েছেন।