বাংলাদেশ
‘জুলাই গণঅভ্যুত্থান কোটা’, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় বড় পরিবর্তন আসছে। নতুন নীতিমালায় যুক্ত হতে পারে ‘জুলাই গণঅভ্যুত্থান কোটা’। যেখানে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত কিংবা শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষ কোটা সুবিধা রাখা হবে।
অন্যদিকে প্রায় ৫৫ বছর পর ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা’ বাতিলের চিন্তা করছে শিক্ষা প্রশাসন। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, বর্তমানে কলেজপড়ুয়া মুক্তিযোদ্ধার সন্তানের বয়সসীমা নেই। ফলে এ কোটার প্রয়োজনীয়তাও আর নেই।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার (১৩ জুলাই) নীতিমালা চূড়ান্ত করতে বৈঠক বসছে। সেখানে এ দুটি কোটাসহ আসন বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বর্তমানে একাদশ শ্রেণিতে ৯৩% আসন মেধার ভিত্তিতে ভর্তি করানো হয়। ৫% মুক্তিযোদ্ধা কোটা ও ২% শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত। তবে এবার সেই ৫% কোটা উঠে যেতে পারে।
জানা গেছে, এবার এসএসসি-সমমান পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। কিন্তু কলেজ-আলিম মাদরাসা, কারিগরি ও পলিটেকনিকসহ মোট আসন রয়েছে প্রায় সাড়ে ৩৩ লাখ। ফলে ভর্তির পরও সাড়ে ২০ লাখ আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, ভালো কলেজ নিয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতা থাকলেও, সবার জন্য পর্যাপ্ত আসন রয়েছে। পাঠদানে মান নিশ্চিত করতে যেসব কলেজ শিক্ষার্থী পাবে না বা নিম্নমানের শিক্ষা দিচ্ছে, তাদের পাঠদান অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।