রিয়াল সতীর্থদের চমকে দেওয়া রোনালদোর উপহার - Porikroma News
Connect with us

খেলাধুলা

রিয়াল সতীর্থদের চমকে দেওয়া রোনালদোর উপহার

Published

on

রিয়াল সতীর্থদের চমকে দেওয়া রোনালদোর উপহার
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

মাঠে গোলমেশিন হিসেবে খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু ফুটবল নয়, উদারতার দিক দিয়েও অনন্য। সম্প্রতি সাবেক রিয়াল মাদ্রিদ গোলকিপার কিকো কাসিয়া এক সাক্ষাৎকারে জানালেন রোনালদোর এক হৃদয়স্পর্শী ঘটনা।

কাসিয়া জানান, যুক্তরাষ্ট্রে প্রি-সিজন ট্যুরের সময় রোনালদো রিয়াল মাদ্রিদের প্রত্যেক স্টাফ, ফিজিওথেরাপিস্ট, সিকিউরিটি গার্ডসহ সবার জন্য উপহার পাঠান। প্রত্যেককে তিনি দেন নতুন আইফোন এবং অ্যাপল ওয়াচ। এই মহৎ কাজের প্রচারও করেননি রোনালদো। এটি ছিল তাঁর কৃতজ্ঞতা প্রকাশের এক নিঃস্বার্থ উপায়।

২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে কাটানো সময়ে রোনালদো করেন ৪৫০ গোল১৩১ অ্যাসিস্ট। ক্লাবটির হয়ে জেতেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি লা লিগা, ৪টি ঘরোয়া কাপ এবং ৩টি ক্লাব বিশ্বকাপ। মাঠে লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বের মাঝেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখে গেছেন তিনি।

কাসিয়া আরও বলেন, কোচ জিনেদিন জিদান আসার পর রোনালদো ও বেনজেমা দুজনেই নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। দল, সতীর্থ ও কোচের জন্য এই দায়িত্ববোধই রোনালদোকে অন্যদের থেকে আলাদা করে।

বর্তমানে সৌদি প্রো-লিগের আল-নাসর ক্লাবে খেলা এই পর্তুগিজ সুপারস্টার ৪২ বছর বয়সেও ফুটবলে নিজের জার্নি চালিয়ে যাচ্ছেন।

মাঠে যেমন দুর্দান্ত, মাঠের বাইরে তেমনি অসাধারণ। এই গল্পটি আবারও প্রমাণ করল — ক্রিশ্চিয়ানো রোনালদো কেবল একজন গ্রেট ফুটবলার নয়, এক অনন্য মানবও বটে।

Share

মাঠে গোলমেশিন হিসেবে খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু ফুটবল নয়, উদারতার দিক দিয়েও অনন্য। সম্প্রতি সাবেক রিয়াল মাদ্রিদ গোলকিপার কিকো কাসিয়া এক সাক্ষাৎকারে জানালেন রোনালদোর এক হৃদয়স্পর্শী ঘটনা।

কাসিয়া জানান, যুক্তরাষ্ট্রে প্রি-সিজন ট্যুরের সময় রোনালদো রিয়াল মাদ্রিদের প্রত্যেক স্টাফ, ফিজিওথেরাপিস্ট, সিকিউরিটি গার্ডসহ সবার জন্য উপহার পাঠান। প্রত্যেককে তিনি দেন নতুন আইফোন এবং অ্যাপল ওয়াচ। এই মহৎ কাজের প্রচারও করেননি রোনালদো। এটি ছিল তাঁর কৃতজ্ঞতা প্রকাশের এক নিঃস্বার্থ উপায়।

২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে কাটানো সময়ে রোনালদো করেন ৪৫০ গোল১৩১ অ্যাসিস্ট। ক্লাবটির হয়ে জেতেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি লা লিগা, ৪টি ঘরোয়া কাপ এবং ৩টি ক্লাব বিশ্বকাপ। মাঠে লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বের মাঝেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখে গেছেন তিনি।

কাসিয়া আরও বলেন, কোচ জিনেদিন জিদান আসার পর রোনালদো ও বেনজেমা দুজনেই নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। দল, সতীর্থ ও কোচের জন্য এই দায়িত্ববোধই রোনালদোকে অন্যদের থেকে আলাদা করে।

বর্তমানে সৌদি প্রো-লিগের আল-নাসর ক্লাবে খেলা এই পর্তুগিজ সুপারস্টার ৪২ বছর বয়সেও ফুটবলে নিজের জার্নি চালিয়ে যাচ্ছেন।

মাঠে যেমন দুর্দান্ত, মাঠের বাইরে তেমনি অসাধারণ। এই গল্পটি আবারও প্রমাণ করল — ক্রিশ্চিয়ানো রোনালদো কেবল একজন গ্রেট ফুটবলার নয়, এক অনন্য মানবও বটে।

Share