আন্তর্জাতিক
আলবানিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ইইউ’র দুঃখ প্রকাশ

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গভীর দুঃখ প্রকাশ করেছে। শুক্রবার এক বিবৃতিতে ইইউ মুখপাত্র আনোয়ার এল আনুনি জানান, “জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার প্রতি আমরা দৃঢ় সমর্থন জানাই। আলবানিজের ওপর এই নিষেধাজ্ঞা অত্যন্ত দুঃখজনক।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, গাজার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করায় আলবানিজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে ‘বিপজ্জনক নজির’ বলে অভিহিত করেছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে দায়িত্বে থাকা ইতালীয় বংশোদ্ভূত আলবানিজ গাজায় ইসরায়েলের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় ইসরায়েল ও তার মিত্রদের সমালোচনার মুখে পড়েন। সম্প্রতি তার প্রকাশিত প্রতিবেদনে বেশ কয়েকটি আমেরিকান কোম্পানির নামও উঠে আসে, যারা গাজায় মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়।
এর আগে, আইসিসি-র চার বিচারকের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেয়। জাতিসংঘ বলছে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারীদের স্বাধীনতা ও সুরক্ষাকে হুমকির মুখে ফেলবে।