বাংলাদেশ
জাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভাঙারি ব্যবসায়ী হত্যার প্রতিবাদ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের নির্মম হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং প্রশ্ন তোলেন কীভাবে একজন মানুষকে নির্মমভাবে প্রকাশ্যে হত্যা করা যায়। তাদের দাবি, নিহত ব্যক্তির মরদেহেও অত্যাচার করা হয়েছে যা সভ্য সমাজে অগ্রহণযোগ্য।
বিক্ষোভকারীরা দাবি করেন, চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও শাস্তি নিশ্চিত করবে এবং ভবিষ্যতে এমন নৃশংসতা রোধ করবে।