চাঁদা না দেওয়ায় নৃশংস হত্যাকাণ্ড, লাল চাঁদের দাফন বরগুনায় - Porikroma News
Connect with us

বাংলাদেশ

চাঁদা না দেওয়ায় নৃশংস হত্যাকাণ্ড, লাল চাঁদের দাফন বরগুনায়

Published

on

চাঁদা না দেওয়ায় নৃশংস হত্যাকাণ্ড, লাল চাঁদের দাফন বরগুনায়
ফাইল ছবি


চাঁদা না দেওয়ার কারণেই সন্ত্রাসীদের নির্মম হামলায় নিহত মিটফোর্ডের ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) মরদেহ আজ শুক্রবার সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামে নানা বাড়িতে দাফন করা হয়েছে। মা আলেয়া বেগমের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো বরগুনা জেলায়।

দুর্ভাগ্যের জীবন ছিল সোহাগের। মাত্র ৭ মাস বয়সে বজ্রপাতে বাবা আইউব আলী মারা যান। এরপর অসহায় মা আলেয়া বেগম তিন সন্তান নিয়ে পাড়ি জমান ঢাকায়। জীবিকার প্রয়োজনে সোহাগ দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকায় ‘মেসার্স সোহানা মেটাল’ নামে ভাঙারি দোকান চালাতেন।

সোহাগের স্ত্রী লাকি বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার সন্ত্রাসী টিটু, রনি কাইউম, ছোট মনির ও লম্বা মনির চাঁদা দাবি করে আসছিল। দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় বুধবার বিকেলে সোহাগের দোকানে তালা লাগিয়ে দেয় তারা।

একপর্যায়ে সোহাগ দোকানের তালা খুলতে গেলে সন্ত্রাসীরা পাথর দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। মৃত্যুর আগে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের পরিবার কোতোয়ালি থানায় মামলা করলেও পরিবার অভিযোগ করেছে, মামলার মূল আসামিদের নাম বাদ দিয়ে অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনাটি নিয়ে বরগুনা ও ঢাকায় উত্তেজনা বিরাজ করছে।


Share


চাঁদা না দেওয়ার কারণেই সন্ত্রাসীদের নির্মম হামলায় নিহত মিটফোর্ডের ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) মরদেহ আজ শুক্রবার সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামে নানা বাড়িতে দাফন করা হয়েছে। মা আলেয়া বেগমের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো বরগুনা জেলায়।

দুর্ভাগ্যের জীবন ছিল সোহাগের। মাত্র ৭ মাস বয়সে বজ্রপাতে বাবা আইউব আলী মারা যান। এরপর অসহায় মা আলেয়া বেগম তিন সন্তান নিয়ে পাড়ি জমান ঢাকায়। জীবিকার প্রয়োজনে সোহাগ দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকায় ‘মেসার্স সোহানা মেটাল’ নামে ভাঙারি দোকান চালাতেন।

সোহাগের স্ত্রী লাকি বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার সন্ত্রাসী টিটু, রনি কাইউম, ছোট মনির ও লম্বা মনির চাঁদা দাবি করে আসছিল। দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় বুধবার বিকেলে সোহাগের দোকানে তালা লাগিয়ে দেয় তারা।

একপর্যায়ে সোহাগ দোকানের তালা খুলতে গেলে সন্ত্রাসীরা পাথর দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। মৃত্যুর আগে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের পরিবার কোতোয়ালি থানায় মামলা করলেও পরিবার অভিযোগ করেছে, মামলার মূল আসামিদের নাম বাদ দিয়ে অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনাটি নিয়ে বরগুনা ও ঢাকায় উত্তেজনা বিরাজ করছে।


Share